BRAKING NEWS

মিজোরামে আসাম রাইফেলস-এর অভিযান, উদ্ধার বহু আগ্নায়েস্ত্র

আইজল, ২২ জানুয়ারি (হি.স.) : মিজোরামে আসাম রাইফলস-এর সফল অভিযান। অভিযানে উদ্ধার হয়েছে বহু আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্ৰ মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন অভিযানকারীরা।

আসাম রাইফেলস-এর জনৈক আধিকারিকের কাছে প্রাপ্ত খবরে প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার রাজ্যের চাম্পাই জেলার জুট এলাকার প্রত্যন্ত ঘন জঙ্গলের এক স্থানে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেয়েছেন তাঁরা। আসাম রাইফলস-এর অভিযানে তিনটি একে ৫৬ রাইফেল, তিনটি খালি ম্যাগাজিন এবং ২.৩ লক্ষ মায়ানমারের টাকা উদ্ধার হয়েছে।

অফিসার জানান, বিশেষ সূত্ৰের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিজোরাম আবগারি দফতরের আধিকারিকদের নিয়ে আসাম রাইফেলস এই অভিযান সংগঠিত করেছিল। আসাম রাইফেলস-এর আধিকারিক বলেন, মায়ানমার এবং ভারতের মধ্যে অস্ত্ৰ সরবরাহের চুক্তি সম্পন্ন হওয়ার আগে অভিযানকারী দল কর্তৃক অস্ত্ৰগুলি উদ্ধারের ঘটনা তাৎপর্য বহন করছে। এদিকে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের খবর পেয়ে মায়ানমার ভূখণ্ডে অবস্থানকারী অস্ত্ৰ পাচারকারীরা পালিয়ে গা ঢাকা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *