বাগদাদ, ২১ জানুয়ারি (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল ইরাকের রাজধানী বাগদাদ। বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের একটি বাজারে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বাগদাদ অপারেশন কমান্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের আল-তায়ারান স্কোয়ারে একটি মার্কেট স্ট্রিটে আত্মঘাতী বিস্ফোরণ হয়। আত্মঘাতী বোমারুর শরীরেই বিস্ফোরক লাগানো ছিল।
বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন মানুষজন। মিলিটারির পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী বিস্ফোরণে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০-র বেশি। নতুন বছরে এখনও পর্যন্ত এটাই বাগদাদে ভয়াবহ সন্ত্রাসী হামলা। এদিনের হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।