ওয়াশিংটন, ২১ জানুয়ারি (হি.স.): এমনটাই তো হওয়ারই কথা ছিল, আর তাই হল। আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুচ্ছ সিদ্ধান্তে বদল আনলেন জো বাইডেন। এর মধ্যে রয়েছে-মেক্সিকো সীমান্তে পাঁচিল তৈরিতে বন্ধের নির্দেশ। এই সিদ্ধান্তকে মেক্সিকো স্বাগত জানিয়েছে। দীর্ঘ বিতর্কের পর মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার জন্য যে জরুরি তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, প্রথম দিনেই তা বাতিল করেছেন জো বাইডেন। পাশাপাশি, আমেরিকায় পৃথিবীর অন্যতম প্রধান মুসলিম দেশগুলিতে যাওয়া-আসা নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, সেটিও তুলে দিয়েছে বাইডেন।
পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকার ফিরে যাওয়ার বিষয়েও নির্দেশনামায় স্বাক্ষর করেছেন বাইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিও সাময়িক ভাবে বন্ধ রাখছেন বাইডেন। বুধবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন জো বাইডেন। তারপরই ট্রাম্পকে ‘বৃদ্ধাঙ্গুষ্ঠ’ দেখালেন বাইডেন। এখানেই শেষ নয়, হোয়াইট হাউজে মাস্ক পরা বাধ্যতামূলক করতে চলেছেন। পাশাপাশি সরকারি সমস্ত ক্ষেত্রেই কর্মীদের এই নিয়ম মেনে চলতে হতে পারে।