BRAKING NEWS

দেশবাসীর আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত আত্মনির্ভর ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): আত্মনির্ভর ভারতের সম্পর্ক দেশবাসীর আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত। ঘর এমন একটি সম্মানজনক উপহার, যা মানুষের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তোলে। বুধবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ-এর অধীনে, উত্তর প্রদেশের প্রায় ৬.১ লক্ষ সুবিধাভোগীকে ২,৬৯১ কোটি টাকার আর্থিক সুবিধা প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সকলকে, বিশেষ করে মা-বোনেদের অভিনন্দন। খুব শীঘ্রই নিজেদের স্বপ্নের ঘর পেয়ে যাবেন আপনারা।’ প্রধানমন্ত্রী বলেন,  ৫ বছর আগে উত্তর প্রদেশের আগ্রা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার শুভারম্ভ করার সৌভাগ্য হয়েছিল। এই অল্প সময়ের মধ্যে এই যোজনা দেশের গ্রামগুলির ছবি বদলাতে শুরু করেছে। এই প্রকল্পের সঙ্গে কোটি কোটি মানুষের আশা ও স্বপ্ন জড়িত।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পূর্বতন সরকারের আমলে সামগ্রিক পরিস্থিতি আমরা দেখেছি। আমি বিশেষ করে উত্তর প্রদেশের কথা বলছি, দরিদ্ররা মনে করতেন সরকার কখনই বাড়ি নির্মাণে তাঁদের সহায়তা করবে না। পূর্বতন আবাস প্রকল্পের অধীনে কেমন ধরনের বাড়ি তৈরী হত, তা কারও কাছে অজানা নয়।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত কয়েক বছরে, শুধুমাত্র গ্রামীণ এলাকাতেই প্রায় ২ কোটি বাড়ি তৈরী করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ১.২৫ কোটি বাড়ির চাবি মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সমস্ত বাড়ি তৈরী করার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই প্রায় ১.৫০ লক্ষ কোটি টাকা দিয়েছে। আজ উত্তর প্রদেশের ৬ লক্ষের বেশি সুবিধাভোগীকে একসঙ্গে ২,৬৯১ কোটি টাকার আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারতের সম্পর্ক দেশের নাগরিকের আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত। ঘর এমন একটি সম্মানজনক উপহার, যা মানুষের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *