নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএম পার্টি অফিসে হামলার ঘটনা সংগঠিত করা হয়েছে৷ সিপিএমের অভিযোগ এই হামলা হুজ্জতির ঘটনাগুলি সংগঠিত করছে শাসক দলের দুস্কৃতিরা৷
সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শাসক দল বি জে পির দুর্বৃত্ত বাহিনীর ফ্যাসিস্টসুলভ তান্ডব সি পি আই (এম) রাজ্য কমিটির সদস্যা তথা গণতান্ত্রিক মহিলা সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্যের ওপর দৈহিক আক্রমণের চেষ্টা ও তার সরকারি দেহরক্ষীকে আক্রমণ করে গুরুতর আহত করা, সাংসদের বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম৷ প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরীর ওপর আক্রমণ এবং তার সরকারী দেহরক্ষীকে প্রচন্ড মারধর, মহকুমা অফিসের গেট ভেঙ্গে তান্ডব, পার্টির গাড়ি ভাঙচুর, গেটের চাবি ছিনতাই, বাধারঘাটে পার্টির অরুন্ধুতিনগর অঞ্চল কমিটি অফিসে আক্রমণ, আইনজীবী রাজেশ সরকার এবং বেশ কয়েকজন বামপন্থী যুব কর্মীকে আক্রমণের তীন্র নিন্দা ও প্রতিবাদ করছে সিপি আই এএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী৷
দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যখন রাজ্যে ঘটা করে পুলিশ সপ্তাহ পালন করা হচ্ছে তখন রাজধানী শহরের একাংশে পুলিশের সামনেই প্রকাশ্য দিবালোকে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী একের পর এক ফ্যাসিস্টসুলভ আক্রমণ চালিয়েছে৷ একজন মহিলা সংসদ সদস্যার বাসভবনে আক্রমণ সংগঠিত করেছে৷ ২০১৮ সালের ৩রা মার্চ দুপুর থেকে বি জে পি যে ফ্যাসিস্টসুলভ আক্রমণ শুরু করে আজ ৩৪ মাস পরও তার বিরাম নেই৷
রাজ্যে গণতন্ত্রের কোন অস্তিত্ব নেই৷ আইনের শাসনের কোন অস্তিত্ব নেই৷ এই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি খেলাপ, অনাচার, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ স্তব্দ করতে পরিকল্পিতভাবে এই হিং আক্রমণ চালানো হচ্ছে৷ পুলিশ তার ওপর ন্যস্ত দায়িত্ব পালন না করে আক্রমণকারীদের হিংস্র আক্রমণ চালাতে কার্যত উৎসাহিত করছে৷ বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আক্রান্তদের সাথে সাক্ষাতে পর্যস্ত দুর্বৃত্তরা বাধা দেয়, আর পুলিশ নিষ্ক্রীয় থাকে৷ গণতন্ত্রে বিশ্বাসী সমস্ত অংশের মানুষকে এক্যবদ্ধ ভাবে প্রতিবাদী হতে এবং পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করতে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী আহ্বান জানাচ্ছে৷
এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম এর পোয়াঙ বাড়িতে সিপিআইএমের পার্টি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা৷পার্টি অফিসের দরজা জানালা ভেঙে ভেতরে ঢুকে যাবতীয় আসবাবপত্র এবং কাগজপত্র ও ছিঁড়ে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ শনিবার রাতে এই হামলার ঘটনা সংঘটিত হয় বলে জানা যায়৷রবিবার সকালে এলাকার মানুষজন ঘটনাটি প্রত্যক্ষ করে সিপিআইএম নেতৃবৃন্দকে খবর দেন৷খবর পেয়ে দলের নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷সিপিআইএমের পার্টি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দল৷
এ ধরনের হিংসাত্মক ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএমের পার্টি অফিসে হামলা ভাঙচুর অগ্ণিসংযোগ এবং সিপিএমের নেতা-কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷পরপর এসব রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় সিপিআইএমের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে৷এভাবে হামলা ভাঙচুর চালিয়ে সিপিএমের রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ করা যাবে না বলে দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে৷এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ অব্যাহত থাকলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷শনিবার গভীর রাতে সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে চলেছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা৷

