নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি. স.): দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ অভিযান। শনিবার এই অভিযানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের বৃহত্তম এই টিকাকরণ অভিযানকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টি। এই টিকাকরণ অভিযানে সর্বাগ্রে গরিবদের গুরুত্ব বেশি দিতে হবে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে। বহুজন সমাজ পার্টির জাতীয় মুখপাত্র সুধীন্দ্র ভাদোরিয়া জানিয়েছেন, প্রবলভাবে বিশ্ব এবং দেশবাসীর ওপর করোনা আঘাত এনেছে। করোনা টিকাকরণ অভিযানকে স্বাগত জানাই।
মনে রাখতে হবে ১২৫ কোটি দেশে ৫০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে থাকে। টিকাকরণে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের বেশি অগ্রাধিকার দিতে হবে। এতে করে রাষ্ট্র হিসেবে ভারত অগ্রগতির পথে এগিয়ে যাবে। টিকাকরণ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে রাজ্যে স্বল্পসংখ্যক টিকা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে সুধীন্দ্র ভাদোরিয়া জানিয়েছেন, টিকাকরণ নিয়ে অযথা রাজনীতি করা উচিত নয়। বিজেপি শাসিত রাজ্য এবং ও অবিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে কোন রকমের ভেদাভেদ করা উচিত নয়।