বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের সূচনার জন্য ভারতকে শুভেচ্ছা মালদ্বীপের

মালে, ১৭ জানুয়ারি (হি. স.): শনিবার গোটা দেশজুড়ে করোনা টিকাকরণ অভিযান শুরু করে ভারত। ওদিন টিকাকরণ এর শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক নির্মিত প্রতিষেধক দিয়ে চলে টিকাকরণ অভিযান। প্রথম দফায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকাকরণ দেওয়া হয়।

ভারতের এই বিপুল উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে মালদ্বীপ। এর আগে শ্রীলংকার তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছিল। রবিবাসরীয় সকালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহামেদ সলিহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে নিজের টুইট বার্তায় লিখেছেন, করোনার বিরুদ্ধে মাইলফলক পদক্ষেপ নিয়ে নিজেদের জনসংখ্যাকে টিকাকরণ করছে ভারত। আমি আশা প্রকাশ করি এই বিপুল কর্মযজ্ঞ সফল হবে ভারত। করোনা মুক্ত ভারত শীঘ্রই আমরা দেখতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *