নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় সেনাবাহিনীকে সেনা দিবসের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, সাহসী ও প্রতিজ্ঞাবদ্ধ সৈনিকদের প্রতি দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে। বৃহস্পতিবার সকালে টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, ‘সেনা দিবসে, ভারতীয় সেনাবাহিনীর বীর পুরুষ ও মহিলাদের অভিনন্দন। দেশ সেবায় যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেই সমস্ত সাহসীদের আমরা স্মরণ করছি। সাহসী ও প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক, ভেটেরান এবং তাঁদের পরিবারের প্রতি দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে।’
১৫ জানুয়ারি ঠিক কী কারণে সেনা দিবস পালিত হয়, নেপথ্যে রয়েছে গৌরবময় ইতিহাস। দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট। কিন্তু দেশের সেনা প্রধানের পদে তারপরেও বহাল ছিলেন এক ইংরেজ যোদ্ধা, নাম- জেনারেল স্যার ফ্রান্সিস বুচার। তাঁর নেতৃত্বেই চলছিল স্বাধীন ভারতের সেনাবাহিনী। তারপর ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি দায়িত্বের হস্তান্তর ঘটে, ভারতীয় সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নেন ভারতীয় সৈনিক লেফট্যানেন্ট জেনারেল কে.এম. কারিয়াপ্পা। আর সেই থেকেই এই দিনটিকে ভারতীয় সেনাবাহিনী ‘সেনা দিবস’ হিসাবে উদযাপন করে আসছে।