নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি. স.) : কো-ভ্যাকসিনের টিকা দেশের এগারটি শহরে পৌঁছে গিয়েছে বলে বুধবার দাবি করেছে ভারত বায়োটেক।
এদিন এক প্রেস বিবৃতি জারি করে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সরকারের তরফ থেকে ৫৫ লক্ষ টিকার বরাত পাওয়ার পর প্রতিষেধকের প্রথম পর্যায় দেশের এগারোটি শহরে পৌঁছে দেওয়া হয়েছে। যে শহরের নাম এই তালিকায় রয়েছে সেগুলি হল জয়পুর, চেন্নাই, লখনউ, ভুবেনেশ্বর, পুনে, বেঙ্গালুরু, দিল্লি, কুরুক্ষেত্র, গুয়াহাটি, পাটনা, বিজয়ওয়াড়া। দেশের এই এগারও শহরে আকাশপথে প্রতিষেধক পৌঁছে দেওয়া হয়েছে।
সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে স্বদেশী প্রযুক্তিতে এই প্রতিষেধক তৈরি করা হয়েছে। ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি সহযোগিতায় ভারত বায়োটেক এই প্রতিষেধক তৈরি করেছে।