BRAKING NEWS

বধূ হত্যার অভিযোগে দোষি সাব্যস্ত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ বধূ হত্যার দায়ে সমীর মুণ্ডা নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলো পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্ট৷ ঘটনার বিবরণে জানা যায় ২০১৪ সালে সিধাইথানার অন্তর্গত আমগাছিয়া এলাকায় সমীর মুণ্ডা তার দুই ছেলের অনুপস্থিতিতে রাতের বেলায় স্ত্রী পঞ্চমী মুণ্ডার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ তখন পঞ্চমী মুণ্ডার চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে৷


অগ্ণিদগ্দ অবস্থায় পঞ্চমী মুণ্ডাকে প্রথমে নিয়ে যাওয়া হয় কাতলামারা হাসপাতালে সেখান থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে৷ কিন্তু জিবি হাসপাতালে মৃত্যু হয় পঞ্চমী মুণ্ডার৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিধাই থানায় একটি মামলা দায়ের হয়৷ মামালার তদন্তকারি অফিসার ছিলেন এসআই দেবেন্দ্র দেববর্মা৷
মামলার তদন্ত শেষে তদন্তকারি অফিসার আদালতে চার্জশীট জমা দেন৷ ২০১৯ সালে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয় পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টে৷ মামলার শুনানি চলাকালিন সময় মোট ১৪ জন সাক্ষির সাখ্য বাক্য গ্রহণ করা হয়৷ দীর্ঘ দিন শুনানি চলার পর শুক্রবার বিচারক অভিযুক্ত সমীর মুণ্ডাকে দোষী সাব্যস্ত করেন৷ আগামি সোমবার সমীর মুণ্ডার সাজা ঘোষণা করা হবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী অরবিন্দ দেব৷ তিনি আরও জানান ২০২০ সালে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়ে যেত৷ কিন্তু করোনা ভাইরাসের প্রকোপের কারনে বিচার প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় বেশি লেগেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *