BRAKING NEWS

চাকুরীর দাবীতে আবারও স্বাস্থ্য দপ্তরে ধরণা দিল এএনএম কোর্স করা বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ প্রশিক্ষণপ্রাপ্ত এম পি ডব্লিউ এবং এএনএম বেকারদের চাকরিতে নিযুক্ত না করায় ক্ষুব্ধ হয়ে তারা বুধবার স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সংগঠিত করে৷ আন্দোলনকারীরা জানায় তারা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়ে বেকার অবস্থায় রয়েছে৷ প্রশিক্ষণপ্রাপ্ত এইসব এমপিডব্লিউ বেকারদের অবিলম্বে নিয়োগের জন্য তারা জোরালো দাবি জানিয়েছে৷


তারা অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে তারা বেকার বসে থাকলেও রাজ্য সরকার তাদেরকে চাকরিত নিযুক্ত করার জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না৷ এসব বিষয়ে তারা বহুবার রাজ্য সরকার এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন৷বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য বেশ কয়েকবার লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছে৷ কিন্তু মুখ্যমন্ত্রীর অফিস থেকে কোন ধরনের অনুমতি দেওয়া হয়নি৷

ফলে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়তে শুরু করেছে৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছেও তারা একাধিকবার তাদের দাবি উপস্থাপন করেছেন৷ কিন্তু দপ্তর অধিকর্তার কাছ থেকে তারা কোনো সদুত্তর পাননি৷ সে কারণে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে অগ্রসর হচ্ছে৷প্রশিক্ষণপ্রাপ্ত এম পি ডব্লিউ বেকাররা স্পষ্টভবে জানিয়েছে তাদেরকে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে৷ তারা আরও অভিযোগ করেছে এম পি ডব্লিউ পদে নিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে৷ অথচ রাজ্য সরকার প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের বিষয়ে উদাসীনতা দেখিয়ে চলেছে৷


রাজ্য সরকারের খামখেয়ালিপনা ও উদাসীনতার কারণে প্রশিক্ষণপ্রাপ্ত এম পি ডব্লিউ বেকাররা বিপাকে পড়েছে৷অগ্রাধিকারের ভিত্তিতে এম পি ডব্লিউ প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতেই বুধবার তারা গোর্খা বস্তিতে স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন৷ এ বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *