BRAKING NEWS

ফ্রেট করিডর ভারতের জন্য গেম-চেঞ্জার হিসেবে দেখা দিচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর ভারতের জন্য গেম-চেঞ্জার হিসেবে দেখা দিচ্ছে। এর ফলে ভারতের বিভিন্ন প্রান্তে নতুন গ্রোথ সেন্টারের উন্নয়ন হবে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের ৩০৬ কিলোমিটার লম্বা রেওয়ারি-মাদার সেকশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও সবুজ পতাকা নেড়ে কন্টেনার ট্রেনকে (১.৫ কিলোমিটার লম্বা) গন্তব্যের উদ্দেশে রওনা করেছেন প্রধানমন্ত্রী।

মোদী এদিন অনুষ্ঠানের শুরুতে বলেন, দেশের পরিকাঠামোকে আধুনিক বানানোর ক্ষেত্রে চলতে থাকা মহাযজ্ঞ নতুন গতি অর্জন করল। কিছু দিন আগে দু’টি ‘মেড ইন ইন্ডিয়া’ কোভিড-১৯ টিকা দেশবাসীর মনে আশার আলো জাগিয়েছে। ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর ভারতের জন্য গেম-চেঞ্জার হিসেবে দেখা দিচ্ছে। এর ফলে ভারতের বিভিন্ন প্রান্তে নতুন গ্রোথ সেন্টারের উন্নয়ন হবে।’


প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ভারতে ইন্ফ্রাস্ট্রাকচারের কাজ একইসঙ্গে দু’টি ট্র্যাকে চলছে। একটি ট্র্যাক স্বতন্ত্র ব্যক্তির সোর্বিক উন্নয়ন করছে এবং অপর ট্র্যাক দেশের গ্রোথ ইঞ্জিনকে নতুন শক্তি যোগাচ্ছে। বিগত ৬ বছরে, রেল নেটওয়ার্ক প্রশস্তকরণের ক্ষেত্রে করা বিনিয়োগ নজিরবিহীন। এদিনের অনুষ্ঠানে জাপানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ভারতের সামগ্রিক উন্নয়ন যাত্রায়, জাপান এবং সেই দেশের বন্ধুরা বিশ্বস্ত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে। ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের ক্ষেত্রেও জাপান আমাদের আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। জাপান ও সেই দেশের জনগণকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *