মুম্বই, ৭ জানুয়ারি (হি. স.): ছাত্রপতি সম্ভাজি রাজে মহারাজের নামে রাজনীতি দল হিসেবে কংগ্রেস কখনোই মেনে নেবে না। বৃহস্পতিবার এই দাবি করেছেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট। কংগ্রেস সম্ভাজি রাজেকে সম্মান করে। কিন্তু তাঁর নামে ঔরঙ্গবাদ জেলার নামকরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালাসাহেব থোরাট জানিয়েছেন, দেশের যে কোনও শহরের নাম বদন করলেই উন্নয়ন হয় না। দেশের প্রতিটি প্রান্তের সার্বিক উন্নয়নই সাংবিধানিক ব্যবস্থার মূল মন্ত্র হওয়া উচিত। কংগ্রেস সেই নীতির পথে চলে মহারাষ্ট্রের প্রতিটি জেলা ও শহরের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে বদ্ধপরিকর কংগ্রেস। এখনও পর্যন্ত ঔরঙ্গাবাদ জেলার নাম পরিবর্তনের প্রস্তাব সরকারের কাছে এসে পৌঁছয়নি। কিন্তু বুধবার প্রশাসনের তরফ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে ঔরঙ্গবাদের জায়গায় সম্ভাজিনগরের নাম প্রয়োগ করা হয়েছে। কংগ্রেস কোনভাবেই শহরের নাম পরিবর্তনের পক্ষে নয়। নাম পরিবর্তনের বদলে সেই অঞ্চলের সার্বিক উন্নয়নই লক্ষ্য কংগ্রেসের।
উল্লেখ করা যেতে পারে, চলতি বছরেই ঔরঙ্গাবাদ পৌরনিগমের নির্বাচন। ফলে শিবসেনা চাইছে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সেটিকে সম্ভাজিনগরে পরিণত করতে। কিন্তু বাধ সাধছে জোট সঙ্গী কংগ্রেস।