নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): এখনও সময় রয়েছে রাজধর্ম পালন করে কৃষি আইন প্রত্যাহার করে নিক মোদী সরকার। রবিবার কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে এ কথা জানিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী।
এদিন এক বিবৃতির জারি করে সোনিয়া গান্ধী জানিয়েছেন, ক্ষমতার দম্ভকে ঝেড়ে ফেলে অবিলম্বে তিনটি কৃষি আইন নিঃশর্তে প্রত্যাহার করে নেওয়া উচিত মোদী সরকারের। এমনটা হলে শীত এবং বৃষ্টির জেরে কৃষকদের মৃত্যু-মিছিল বন্ধ হবে। কৃষি আইন বাতিল করাটা প্রকৃত রাজধর্মের কাজ হবে। এই পদক্ষেপে প্রয়াত কৃষকদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা যাবে। দিল্লি সীমান্তে অন্নদাতাদের দুর্ভোগ দেখে সাধারণ দেশবাসীর মতন আমি নিজেও বিচলিত। কৃষি আইন নিয়ে সরকারি উদাসীনতার জেরে এখনও পর্যন্ত ৫০ এর বেশি কৃষকের মৃত্যু হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম বার দম্ভ নিয়ে চলা সরকার ক্ষমতায় এসেছে। দেশবাসীর মুখে অন্ন তুলে দেওয়া অন্নদাতাদের দুঃসহ দুর্বিসহ যন্ত্রণা অনুভব করছে না সরকার। একই ইস্যুতে নিন্দায় সরব হয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বডরা।