BRAKING NEWS

সন্ত্রাসে অর্থ জোগানোর দায়ে ধৃত লকভি, পাকিস্তানে পাকড়াও কুখ্যাত সন্ত্রাসী

লাহোর, ২ জানুয়ারি (হি.স.): মুম্বই (২৬/১১ হামলা) হামলার অন্যতম মূল চক্রী জাকিউর রহমান লকভিকে গ্রেফতার করল পাকিস্তানের লাহোর পুলিশ। জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে লকভিকে গ্রেফতার করা হয়েছে। পঞ্জাব সন্ত্রাস দমন বিভাগ লকভির বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দেওয়ার অভিযোগ দায়ের করেছিল লাহোরের থানায়।


অভিযোগে বলা হয়েছিল, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিল সে। সেই কারণেই শনিবার লকভিকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লকভি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ছিল। ২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। সেই হামলাতে বড় ভূমিকা ছিল লকভির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *