ছৈলেংটায় ৭০ ফুট গভীর খাদে যাত্রীবাহী বলেরো গাড়ি, হত দুই, জখম ২৭ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ২৮ ডিসেম্বর ৷৷ মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন অন্তত ২৭ জন৷ তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ সোমবার সকালের দিকে ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ডলুছড়া থেকে ছৈলেংটা আসার পথে লবণছড়া এলাকায় টিআর ০৪ সি ১৭২৬ নম্বরের বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ ফুট গভীর খাদে পড়ে যায়৷ তাতে ঘটনাস্থলেই লক্ষ্মীবতি রিয়াং (১৯) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে৷ হাসপাতালে নেওয়ার পথে বিন্দারায় রিয়াং (৬৫)-ও মৃত্যুর কোলে ঢলে পড়েন৷


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ছৈলেংটা মহকুমা হাসপাতালে নিয়ে ভরতি করেন৷ ওই ঘটনায় প্রায় ২৭ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে চারজনকে সঙ্গে সঙ্গে কুলাইয়ে অবস্থিত ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বাকিদের ছৈলেংটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ কিন্তু অবস্থা বেগতিক দেখে আরও চারজনকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করে হয়েছে৷


এদিকে, ধলাই জেলা হাসপাতাল থেকে একজনকে আরগতলার জিবি হাসপাতালে পাঠানো হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক৷ তাই তাঁকে আগরতলায় পাঠানো হয়েছে৷ আজ সংঘটিত দুর্ঘটনার জন্য চালকই দায়ী বলে আহতদের অভিযোগ৷ কারণ, চালক অত্যধিক যাত্রী তুলেছিলেন গাড়িতে৷ তাছাড়া প্রচণ্ড গতিতে তিনি গাড়ি চালাচ্ছিলেন৷
এদিকে, সোমবার সাত সকালে ১০৩২৩ এর শিক্ষক সন্তোষ দেবনাথ(৩৭) গণবস্থান থেকে নিজের বাইক টিআর০৩জে৬০৩৫ চেপে সকাল ৮ ঘটিকায় যতনবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং চড়িলাম বাজারে পৌঁছালে এক জন পথচারী তার নাম হারিকুমার দেববর্মা বয়স (৫৫) একটি অটো রিকসা থেকে নেমে জাতীয় সড়কের উপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় দৌড় দিয়েছিল৷ এমন সময় শিক্ষক সন্তোষ দেবনাথ নিজের বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হারিকুমার দেববর্মাকে সজোরে ধাক্কা দেয়৷ তাতে মাটিতে ছিটকে পড়ে পথচারী৷

সঙ্গে সঙ্গে চড়িলাম বাজারের ব্যবসায়ীরা খবর পাঠায় বিশালগড় দমকল বাহিনীকে এবং দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আহত বাইক চালক এবং পথচারীরকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ জানা যায় পথচারী হারি কুমার দেববর্মার মাথায় এবং বুকে প্রচন্ড আঘাত লাগে বর্তমানে আহত দুইজনের চিকিৎসা চলছে বিশালগড় মহাকুমা হাসপাতালে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাইকটি আটক করে একটি মামলা নিয়েছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *