আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.)৷৷ করোনা-র প্রকোপকে উপেক্ষা করে খ্রিষ্টমাসে সমস্ত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে গেছে৷ অন্যান্য বছরের তুলনায় ভিড় কিছুটা কম হলেও তারুণ্যের উচ্ছ্বাস রাজধানী আগরতলা শহরের রাজপথ দখল নিয়েছে আজ৷ শহরের আনাচে-কানাচে যুবক-যুবতীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে৷ তেমনি, মরিয়ম নগর চার্চে এদিন ভিড় ছিল লক্ষ্যণীয়৷ করোনা-র প্রকোপে আয়োজনে জৌলুস ছিল কিছুটা কম৷ তবুও সেখানেও মানুষের ভিড় বড়দিনের আনন্দ-কে অন্য মাত্রা এনে দিয়েছে৷
জিশু খ্রিষ্টের জন্মদিনে ত্রিপুরা রঙিন আবরণ নিয়েছে৷ শুধু এ-বছর পিকনিকের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম৷ ত্রিপুরায় জিশু খ্রিষ্টের জন্মদিন প্রতি বছর ঘটা করে পালন করা হয়৷ বিশেষ করে জনজাতি মহল্লায় বড়দিনের উৎসব অন্য সমস্ত উৎসবের আনন্দকে ছাড়িয়ে যায়৷ ত্রিপুরায় অধিকাংশ এলাকায় মিশ্র জনবসতি৷ ফলে, সমস্ত উৎসবে সকলের সমান অংশগ্রহণ লক্ষ্য করা যায়৷
আজ আগরতলার উজ্জ্বয়ন্ত প্যালেস-এর সামনে প্রচুর ভিড় ছিল৷ এছাড়া বিভিন্ন রেস্টুরেন্টেও ছিল ঠাসা ভিড়৷ দিনের বেলায় বড়দিন উদযাপনে ছিল শুধুই কেনাকাটার ধুম৷ সন্ধ্যা গড়াতেই চারিদিকে উৎসবের মেজাজ লক্ষ্য করা গেছে৷