নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর পি ডব্লিউ ডি রোড উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহি তারে আগুন আগুন ধরে যায় শুক্রবার৷ তাতে সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন৷
খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের অফিসে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ ছুটে আসেন বিদ্যুৎ নিগমের কর্মীরাও৷ দমকল বাহিনীর জওয়ানদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে৷ ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি৷
এলাকাবাসীর অভিযোগ ওই এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের অগ্ণিসংযোগের ঘটনা ঘটে চলছিল৷এসব বিষয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে বিদ্যুৎ নিগমের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণেই শুক্রবার সকালে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় জনগণ জানিয়েছেন৷

