নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরে যাবেন না কৃষকরা। কৃষকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে ফের জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একইসঙ্গে রাহুল জানালেন, সংসদের যৌথ অধিবেশন ডেকে কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে কৃষি বিলের প্রেক্ষিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ এবং অধীর রঞ্জন চৌধুরী। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর, রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মোদী সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘রাষ্ট্রপতিকে আমি জানিয়েছি কৃষি বিল সম্পূর্ণ কৃষক-বিরোধী। কৃষকরাই এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তা গোটা দেশ দেখছে।’ রাহুল আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরে যাবেন না কৃষকরা। সংসদের যৌথ অধিবেশন ডেকে কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের। কৃষক ও শ্রমিকদের পাশে রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।’
প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী আরও বলেছেন, ‘পুঁজিপতিদের সহায়তা করছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর বিরুদ্ধে যেই রুখে দাঁড়াবে তাঁকেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হবে-তা সে কৃষক হোক, শ্রমিক হোক এমনকি মোহন ভাগবতও। ভারতে কোনও গণতন্ত্র নেই। শুধু কল্পনাই করা যেতে পারে কিন্তু বাস্তবে ভারতে গণতন্ত্র নেই।’ রাহুল আরও বলেন, ‘চিন এখনও সীমান্তে রয়েছে। ভারতের হাজার হাজার কিলোমিটার ভূখন্ড ছিনিয়ে নিয়েছে চিন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কেন কথা বলছেন না? তিনি চুপ কেন?’