নয়াদিল্লি,২১ ডিসেম্বর (হি. স.): উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে সব কটি বিধানসভা আসন প্রার্থী দিতে প্রস্তুত আম আদমি পার্টি। সোমবার এ কথা জানিয়েছেন আম আদমি পার্টির বর্ষিয়ান নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
সোমবার মণীশ সিসোদিয়া জানিয়েছেন, উত্তরাখণ্ড বিধানসভার সমস্ত ৭০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে। জনগণের জন্য কোনও জনকল্যাণমুখী কাজ করেনি বিজেপি সরকার। উত্তরাখণ্ড থেকে আসা বহু মানুষ আম আদমি পার্টির সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে দিল্লিতে যে সুন্দর কাজ হয়েছে তেমন কাজ হওয়া উচিত উত্তরাখণ্ডে। পাহাড়ি রাজ্যে ক্ষমতায় আসা উচিত আম আদমি পার্টির। দিল্লির বিদ্যুৎ, জল, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আম আদমি পার্টি যেভাবে কাজ করেছে ঠিক একই ধরনের কাজ প্রয়োজন উত্তরাখণ্ডে। বিগত চার বছরে কোনও কাজ করেনি বিজেপি সরকার। সেখানকার মুখ্যমন্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সাধারণ মানুষ। উত্তরাখণ্ডের বহু বরিষ্ঠ ব্যক্তিত্ব আম আদমি পার্টির সঙ্গে যুক্ত হতে চাইছে।
উল্লেখ করা যেতে পারে, এর আগে দলের সর্বভারতীয় ভাবমূর্তি গড়ে তুলতে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড কে পাখির চোখ করেছে আম আদমি পার্টির কনভেনার অরবিন্দ কেজরিওয়াল। তিনি ইতিমধ্যেই ইচ্ছা প্রকাশ করেছেন যে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে আমআদমি পার্টি।
প্রসঙ্গত, উত্তরাখণ্ডের রাজনীতিতে প্রধান দুটি দল হচ্ছে বিজেপি এবং কংগ্রেস। সেখানে আম আদমি পার্টি কতটা রাজনৈতিক জমি নিজেদের জন্য তৈরি করতে পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। কারণ দেখা গিয়েছে দিল্লিতে আম আদমি পার্টির রাজনৈতিক ভিত্তি থাকলেও রাজধানীর বাইরে সেরকম ভাবে দাগ কাটতে পারেনি এই দলটি।