BRAKING NEWS

চারদিনের সফরসূচি নিয়ে অসম, মিজোরাম ও ত্রিপুরা আসছেন প্রধান বিচারপতি বোবদে

গুয়াহাটি, ১৭ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে চারদিনের সফরে আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিনি অসম, মিজোরাম এবং ত্রিপুরা সফর করবেন। ইতিমধ্যে তাঁর সফরসূচি রাজ্যগুলিকে জানানো হয়েছে। সাথে তাঁর সফরে প্রয়োজনীয় নিরাপত্তা সহ যাবতীয় সমস্ত ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগামী ১৯ ডিসেম্বর অসম থেকে উত্তর-পূর্বাঞ্চল সফর শুরু করবেন। ওইদিন তিনি দিল্লি থেকে গুয়াহাটি এসে খানাপাড়ায় অবস্থিত আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে ডব্লিউডব্লিউএফ-এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন। পরের দিন রবিবার তিনি কামাখ্যা মন্দির দর্শনে করে তিনি কাজিরঙা চলে যাবেন। কাজিরাঙা পৌঁছে বিশ্রাম নিয়ে ন্যাশনাল পার্কে জিপ সাফারি উপভোগ করবেন প্রধান বিচারপতি। তার পরের দিন সোমবার ন্যাশনাল পার্কে হাতি সাফারি-র মজা নেবেন। সেখান থেকে তিনি মিজোরাম যাবেন। ওইদিন এবং তার পরের দিন মঙ্গলবার আইজলে কাটাবেন।

উত্তর-পূর্বাঞ্চল সফরের অন্তিম দিন বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ত্রিপুরা সফরে আসবেন। ত্রিপুরায় এসে তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে চলে যাবেন। সেখান থেকে ফিরে এসে আগরতলায় আরও কয়েকটি মন্দির দর্শন করবেন। তার পর দুপুরের আহার শেষ করে বিকেলে কলকাতা চলে যাবেন। তাঁর এই সংক্ষিপ্ত সফরে সাথে থাকবেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার তথা ব্যক্তিগত সচিব রাকেশ কুমার। ইতিমধ্যে তাঁর সফরকে ঘিরে তিনটি রাজ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *