শ্রীনগর, ১৬ ডিসেম্বর (হি.স.): প্রবল শৈত্যপ্রবাহ ও হাড় হিম করা ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে গোটা কাশ্মীর উপত্যকা। কাশ্মীরের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রার পারদ মাইনাসের নীচে। মঙ্গলবার রাত ছিল শ্রীনগরে মরশুমের শীতলতম রাত। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা পারদ নেমেছে মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠাণ্ডায় জমে বরফ হয়ে গিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের দ্রাস শহর। দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এমতাবস্থায় জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চার দিনে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে আরও নামবে তাপমাত্রার পারদ।
মঙ্গলবার পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৪ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ১১ ডিগ্রি-জম্মু ও কাশ্মীরের মধ্যে সবথেকে শীতলতম। লাদাখের লেহ এবং কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৪.৬ ডিগ্রি এবং ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন লেহ এবং লাদাখের মানুষজন। এছাড়াও জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।