নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি. স.): মহামারী পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের শিক্ষা এবং নিরাপত্তার দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পক্রিয়াল নিশাংক।
এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পড়ুয়া ও তাদের অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, লকডাউন এবং করোনা পরিস্থিতির মধ্যে পড়ুয়ারা যে অসুবিধার সম্মুখীন হয়েছে তা দ্রুত সমাধান করা হবে।
বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যেও স্কুল খোলা প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কম সংখ্যক পড়ুয়াদের নিয়ে ১৭ রাজ্য ইতিমধ্যেই স্কুল খুলে দিয়েছে। স্কুল খোলার বিষয়টা রাজ্য সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে সিবিএসসি দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য পাঠ্যসূচির থেকে ৩০ শতাংশ বাদ দিয়ে দিয়েছে। বর্তমান মহামারী পরিস্থিতির মধ্যে যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে পড়ুয়ারা তার সমাধানের জন্য অঙ্গীকারবদ্ধ কেন্দ্র। এদিনের আলাপচারিতা শিক্ষামন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছেন ২০২১ সালের নিট পরীক্ষা হবে।