BRAKING NEWS

কৃষকদের নিয়ে জন আন্দোলনের হুঁশিয়ারি আন্না হাজারের

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি. স.) : বিক্ষোভরত কৃষকদের সমস্যা কেন্দ্র যদি সমাধান না করে তবে দেশজুড়ে জন আন্দোলনের ডাক দেওয়া হবে। বৃহস্পতিবার এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে হুশিয়ারি দিলেন বরিষ্ঠ সমাজকর্মী আন্না হাজারে।


বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, লোকপাল আন্দোলনের মাধ্যমে সেই সময়ের কেন্দ্রের কংগ্রেস সরকারের ভিত নাড়িয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে কৃষক আন্দোলনও সেই দিকে যাচ্ছে। সম্প্রতি ভারত বনধের দিন নিজের গ্রাম রালেগান সিদ্ধিতে নিজের মতন করে বিক্ষোভ সমাবেশ করেছেন বলে দাবি করেন তিনি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে আন্না হাজারে জানিয়েছেন, বিক্ষোভরত কৃষকদের চাহিদা যদি কেন্দ্রীয় সরকার পূরণ না করে তাহলে লোকপাল আন্দোলন এর মতই দেশজুড়ে জন আন্দোলনের ডাক দেওয়া হবে। এদিন আন্না হাজারে স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি নিজে এই আন্দোলনকে নেতৃত্ব দেবেন। দেশের অগ্রগতিতে কৃষকদের ভূমিকার উপর আলোকপাত করে আন্না হাজারে জানিয়েছেন, যে দেশ কৃষকদের ওপর নির্ভরশীল সেই দেশের উচিত কৃষকদেরও প্রতি কোনরকমের আইন আরোপ না করা। কিন্তু সরকার যদি তেমন করে তবে তার বিরুদ্ধে আন্দোলন হওয়াটা ন্যায্য। দিল্লির সীমান্তে যে আন্দোলন হচ্ছে তা অহিংস ভাবে হওয়া উচিত। মহাত্মা গান্ধীর আদর্শ মেনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।

উল্লেখ  করা যেতে পারে, বিগত দুই সপ্তাহের বেশি সময় ধরে হরিয়ানা-দিল্লি সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ অবস্থান অব্যাহত রেখেছে কৃষকরা। কেন্দ্রের দেওয়া সংশোধনের খসড়া প্রস্তাব খারিজ করে দিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে চলেছে কৃষক সংগঠনগুলির। আগামী দিনে এই আন্দোলনের ফলে দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলিতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *