নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ফাঁসিতে আত্নঘাতী ষাটোর্ধ এক ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম সুশেন্দ্র নাথ৷ঘটনা কদমতলা থানাধীন সরসপুরের আমটিল্লা এলাকায়৷ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে কদমতলা থানার পুলিশ৷ রুজু করেছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা৷
উত্তর জেলার কদমতলা থানা এলাকার আমটিল্লা এলাকায় ষাটোর্ধ এক ব্যক্তির ফাঁসি লেগে আত্মঘাতী হওয়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ জানা গেছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের আমটিল্লা এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুশেন্দ্র নাথ(৬০) পিতা-মৃত বিহারী নাথকে আজ কাকভোরে পরিবারের লোকজন ঘরে না পেয়ে এদিক-ওদিক খুঁজাখুঁজি শুরু করেন৷ দীর্ঘক্ষন খুজাখুজির পর বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় গামছা দিয়ে ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানাকে৷ কদমতলা থানার সাব-ইন্সপেক্টর বুদ্ধিমান দেববর্মা পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসেন৷ তারপর ময়নাতদন্তের পর সুশেন্দ্র নাথের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় কদমতলা থানার পুলিশ৷ পাশাপাশি কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷
এদিকে মৃত সুশেন্দ্র নাথের ছেলে জানায়, ইদানিংকালে তাদের পরিবারে কোন ধরনের কলহ ছিল না৷ প্রতিদিনের মতো গতকাল রাত্রিবেলা রাতের খাবার খেয়ে হাসিখুশি সকলেই নিজ নিজ বিছানায় চলে গিয়েছিলো৷ কিন্তু কাকভোরে নিজ পিতার নড়াচড়া না পেয়ে খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের একটি গাছের ডালে ফাঁসি লাগা অবস্থায় দেখতে পেয়ে হতবাক গোটা পরিবার৷ এখন পর্যন্ত পরিবারের সকল সদস্য সুশেন্দ্র নাথের ফাঁসি লেগে আত্মহত্যার কারণ বুঝে উঠতে পারেনি৷ তবে পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা৷
অপরদিকে ষাটোর্ধ ব্যক্তি ফাঁসি লেগে আত্মঘাতী হওয়ার ঘটনায় গোটা সরসপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
ঊনকোটি জেলার ফটিকরায় থানা এলাকার পশ্চিম কাঞ্চন বাড়ি এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে এক তরুণী৷ আত্মঘাতী তরুনীর নাম রিয়া মজুমদার৷ আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি৷জানা যায় রিয়া মজুমদার নামে ওই তরুণী ফাঁসিতে ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে ফাঁসি থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এ ব্যাপারে ফটিকরায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গৃহীত হয়েছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে এটি আত্মহত্যা না এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে৷ তরুনীর আত্মহত্যার সংবাদ এ এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷