আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.)৷৷ বনধ পালন করা বিরোধীদের সংসৃকতি হয়ে দাঁড়িয়েছে৷ কারণ, অস্তিত্ব সংকটের ফলে এ-ছাড়া অন্য কোনও পথ তাঁরা খোলা রয়েছে বলে দেখতে পারছেন না৷ ভারত বনধ-এর বিরোধিতায় এভাবেই সুর চড়িয়েছেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত৷ তাঁর দাবি, বনধ-এর বন্ধ্যা রাজনীতি ত্রিপুরাবাসী প্রত্যাখ্যান করেছেন৷
তিনি বলেন, গত ২৬ নভেম্বর এমনই বনধ ডেকেছিল বিরোধীরা৷ কিন্তু, আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, গতদিনের তুলনায় আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে মানুষ দোকানপাট খুলেছেন৷ তাতে স্পষ্ট, ত্রিপুরাবাসী এই বনধ প্রত্যাখ্যান করেছেন৷ তিনি বলেন, বিরোধীরা অস্তিত্ব সংকটে পড়েছে৷ ফলে, বনধ পালন করা অস্তিত্বের প্রশ্ণে বিরোধীদের সংসৃকতি হয়ে দাঁড়িয়েছে৷ তবে, ত্রিপুরাবাসী এই অপসংসৃকতি পছন্দ করেন না, তা আজ বুঝিয়ে দিয়েছেন৷
তাঁর কথায়, ত্রিপুরায় জনজীবন স্বাভাবিক রয়েছে৷ মানুষ অন্যান্য দিনের মতোই বাড়ি থেকে বের হয়েছেন৷ অফিস-আদালত, সুকল-কলেজে গিয়েছেন৷ দোকানপাট, বাজার-হাট সবই খুলেছে৷ তিনি বলেন, বনধ সত্ত্বেও সর্বত্রই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে৷

