নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): মাত্র ১৭ বছর বয়সে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। সেই পার্থিব প্যাটেল বুধবার সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। সমাপ্ত হল উইকেট কিপার ও ব্যাটসম্যান পার্থিবের ১৮ বছরের ক্রিকেট সফর। তিন-মাস পরেই পার্থিবের ৩৬ তম জন্মদিন, তার আগেই নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেললেন পার্থিব প্যাটেল। বুধবার টুইট করে পার্থিব জানিয়েছেন, ‘সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি।’
২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন পার্থিব প্যাটেল। এই ১৮ বছরে দেশের হয়ে ৩৮টি একদিনের ম্যাচ এবং দু’টি টোয়েন্টি ২০ আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন পার্থিব। ২০১৮ সালে শেষবার ভারতের জার্সি পরে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন পার্থিব প্যাটেল। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, এম এস ধোনি, সুরেশ রায়না, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, বিরাট কোহলি প্রমুখ ক্যাপ্টেনের অধিনায়কত্বে খেলেছিলেন পার্থিব।