কেন্দ্রীয় প্রস্তাব মানতে নারাজ কৃষক সংগঠনের নেতারা

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি. স.) : বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া কৃষি আইন সংক্রান্ত প্রস্তাব খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি। তাদের দাবি আগামী দিনে আন্দোলন আরো জোরদার হবে। এদিন কৃষক সংগঠনের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় ১৪ ডিসেম্বর দেশজুড়ে ধরনা প্রদর্শন করা হবে। এর আগে সরকারের দেওয়া প্রস্তাব নিয়ে সিনঘু সীমান্তে বিক্ষোভরত কৃষক সংগঠনের নেতারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে। বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে নতুন কৃষি আইন তারা কোনোভাবেই মানবেন না।

সরকারকে এই আইন বিলুপ্তি করতেই হবে। নিজেদের ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা ঠিক করতে গিয়ে কৃষক সংগঠনের নেতারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ১২ ডিসেম্বর দিল্লি-জয়পুর হাইওয়ে বন্ধ করে রাখা হবে। ১৪ ডিসেম্বর একদিনের জন্য টোল প্লাজাগুলিতে ফ্রী করে দেওয়ার ব্যবস্থা করা হবে। ১৪ ডিসেম্বর বিজেপির সমস্ত নেতা ও মন্ত্রীদের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হবে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ১৪ তারিখে বিক্ষোভ প্রদর্শন করা হবে। এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে বৈঠক করেন। অন্যদিকে বিরোধী নেতারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন।