বিস্মিত আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ ১৩ ডিসেম্বর আস্তাবল ময়দানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ‘জনপ্রিয়তা’ প্রমাণর জন্য যে জন জমায়েতের আহ্বান করে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন রাজস্বমন্ত্রী তথা আইপিএফটি’র সভাপতি এনসি দেববর্মা৷


মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পর এনসি দেববর্মা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সংসদীয় গণতন্ত্রে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের জনজমায়েত আহ্বান করে জনপ্রিয়তা জাচাই করা অনেকটাই বেমানান৷ তিনি বলেন, প্রয়োজনে বিধানসভায় এই সমস্ত বিষয়গুলি করা যেতে পারে৷ তাছাড়া, পার্টি যদি মনে করে তাহলেও এই ধরনের উদ্যোগ নিতে পারে৷ মাঠে জনগণের কাছে এই ধরনের পছন্দ অপছন্দ যাচাই করা পরিষদীয় গণতান্ত্রিক রীতির মত মনে হয়না৷ রাজস্বমন্ত্রী বিস্ময়ের সঙ্গে জানান, ২০১৮ সালের বিজিপি – আইপিএফটি’র জোট সরকার রাজ্যের ক্ষমতায় আসে৷ এই ২ বছর সময়ের মধ্যেই কি সরকারের জনপ্রিয়তা মাঠের মধ্যে জনমত যাচাই করে জানতে হবে৷ তাছাড়া তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনের আগে মন্ত্রিসভার বৈঠক করেছেন৷ আশ্চর্য্যের বিষয় হল, বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনও কিছুই উল্লেখ করেননি৷