কলকাতা,৯ ডিসেম্বর ( হি. স.): ফের অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তি করা হয়েছে উডল্যান্ডস হাসপাতালে। করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা খবর হাসপাতাল সূত্রে।
বুধবারর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দুপুর ১.৫০ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। শ্বাসকষ্টের সমস্যার পাশাপাশি ছিল তার জ্বর। এই সমস্ত উপসর্গ দেখেই করোনা পরীক্ষা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। তবে, করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা সঙ্কটজনক।
হাসপাতাল সূত্রে আরও খবর, বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখা হয়েছে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে নিউমোনিয়ার প্যাচ ধরা পরেছে বুদ্ধদেব ভট্টাচার্যর। এখনও পর্যন্ত নেই জ্ঞান। বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য দুজন চিকিৎসকের একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগেই উডল্যান্ডস হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যান ফিরহাদ হাকিম ।