ছত্তরপুর (মধ্যপ্রদেশ), ৯ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে কুয়োর ভিতরে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। মঙ্গলবার মধ্যরাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তরপুর জেলার মাহারাজপুর থানা এলাকায়, দিওয়ানজী কি পূর্বা গ্রামে। হতাহতরা প্রত্যেকেই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। তাঁদের নাম-ছত্রপাল সিং (৪০), রাজু কুশওয়াহ (৩৭), রামরতন আহিরওয়ার (৩৭), ঘনশ্যাম আহিরওয়ার (৫৫), কুলদীপ আহিরওয়ার (২২) এবং রামধীন আহিরওয়ার (৫০)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির চালকের গাফিলতিতেই দুর্ঘটনাটি ঘটেছে।
মহারাজপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা জেড ওয়াই খান জানিয়েছেন, ‘হতাহতদের বাড়ি উত্তর প্রদেশের মাহোবা জেলার স্বায়াসা গ্রামে। মধ্যপ্রদেশে বিয়েবাড়িতে এসেছিলেন তাঁরা। বিয়েবাড়ি থেকে ৯ জনকে ফিরছিল গাড়িটি, রাতের অন্ধকারে রাস্তার ধারে কুয়োর ভিতরে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। পুলিশ দুর্ঘটনাস্থলে এসে কুয়োর ভিতর থেকে গাড়িটিকে উদ্ধার করে, গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।