টিএসআরের গাড়ির চাপায় ভবঘুরের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.)৷৷ মর্মান্তিক দুর্ঘটনায় এক ভবঘুরের মৃত্যু হয়েছে৷ আজ সোমবার সকালে আগরতলার পোস্ট অফিস চৌমুহনিতে পশ্চিম আগরতলা থানার সামনে টিএসআর-এর গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই ভবঘুরে গুরুতর আহত হন৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে৷
আজ সকাল আনুমানিক ১০টা নাগাদ পশ্চিম আগরতলা থানার সামনে টিএসআর-এর বাস একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় ওই ভবঘুরে যুবক গাড়ির নীচে পড়ে যান৷ সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত পুলিশ-টিএসআর কর্মীরা মিলে তাঁকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷


ঘটনার প্ররিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, হঠাৎ করে গাড়ির সামনে এসে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে ঘটনা সম্পর্কে তদন্ত শুরু হয়েছে৷ চালকের ভুল ছিল, নাকি নিহত যুবকের অসাবধানতায় দুর্ঘটনা হয়েছে তা তদন্ত করে দেখবে পুলিশ৷ তিনি জানান, হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই যুবকের মৃত্যু হয়েছে৷ তাঁর নাম, ঠিকানা কিছুই এখনও জানা সম্ভব হয়নি৷