অবৈধভাবে আটকে রাখা কেন্দ্রের প্রিয় পছন্দে পরিণত হয়েছে : মেহবুবা

শ্রীনগর, ৮ ডিসেম্বর (হি.স.): নিজ বাসভবনে ফের আটকে রাখা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে। মঙ্গলবার টুইটারে ‘গৃহবন্দী’ থাকার একটি ভিডিও আপলোড করে মেহবুবা মুফতি নিজেই এই দাবি করেছেন। ভিডিও-তে দেখা যায়, তালা লাগানো গেটের সামনে দাঁড়িয়ে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলছেন, এটা কেমন ধরনের তামাশা হচ্ছে? গেট খুলে দিন আমাকে বাইরে যেতে হবে, তালা খুলে দিন।


প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাকে দেখান আপনাদের কাছে কী কাগজ রয়েছে, এভাবে বেআইনিভাবে আমাকে আটকে রাখা যায় না। যদিও গেটের উলটোদিক থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। টুইটারে মেহবুবা লেখেন, “অবৈধভাবে আটকে রাখা কেন্দ্রের প্রিয় পছন্দে পরিণত হয়েছে। বদগাম যেতে চেয়েছিলাম আমি, যেখানে কয়েকশো পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু আমাকে পুনরায় আটকে দেওয়া হয়েছে।”