মুম্বই, ৭ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন করল মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি জোট সরকার। মঙ্গলবারের বনধে এই জোটে থাকা প্রতিটি রাজনৈতিক দলই কৃষকদের পাশে গিয়ে দাঁড়াবে। সোমবার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, করোনা সংকটের সময় মানুষ নিজের বাড়িতে বসে ছিল। কিন্তু কৃষকরা ক্ষেতে ক্রমাগত কাজ করে গিয়েছে। সেই কারণে এই সংকটের মধ্যেও দেশে খাদ্যশস্য ও সবজির অভাব বোধ হচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় সরকার কৃষি বিরোধী আইন এনে কৃষকদের অবদমিত করতে উঠে পড়ে লেগেছে। কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে ৮ ডিসেম্বর বনধের ডাক দেওয়া হয়েছে। জনগণের কাছে অনুরোধ কৃষকদের জন্য সরব হন।
রাজ্যের মন্ত্রী তথা এনসিপি নেতা হাসান মুশরীফ মহারাষ্ট্রের জনগণকে এই বনধে যোগ দেওয়ার আহ্বান করেছেন। তিনি জানিয়েছেন, এই কেন্দ্রীয় আইন পুঁজিপতিদের সহায়ক হয়ে উঠবে। এই আইনের ফলে কৃষকদের কোমর ভেঙ্গে যাবে। এনসিপি মুখপাত্র নবাব মালিক জানিয়েছেন, দলীয় কর্মীরা সর্বাত্মকভাবে বিক্ষোভরত কৃষকদের জন্য বিক্ষোভ করবে। কংগ্রেস নেতা সতেজ পাটিল দাবি করেছেন যে রাজ্যের প্রতিটা মানুষের কৃষকদের পাশে দাঁড়ানো উচিত।
উল্লেখ করা যেতে পারে ৮ ডিসেম্বরের কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, শিবসেনা, আর জে ডি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, বামপন্থী দলগুলি।