আম্বেদকরের দেখানো সংবিধানসম্মত পথে চলতে দেশবাসীকে আহ্বান রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি. স.): ভারতের সংবিধান প্রণেতা ড. ভীমরাও বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
 রবিবার দুপুরে নিজের টুইট বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, সংবিধানের প্রমুখ স্থপতিকার। দেশের আইন ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের দিশা প্রদানকারী, সাম্য ও ন্যায়ের দ্বারা নির্মিত সমাজের পক্ষে সারা জীবন সংগ্রাম করে যাওয়া মহান রাষ্ট্র নির্মাতা বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধার্ঘ্য জানাই। নিজের ওপর টুইট বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, তাঁর দেখানো সংবিধানসম্মত পথে চলে আর্থিক, সামাজিক ন্যায়, সাম্য তথা সৌভ্রাতৃত্বের আদর্শকে স্থাপনের জন্য সংকল্পবদ্ধ হই।


 উল্লেখ করা যেতে পারে, সমাজ সংস্কারক, অর্থনীতিবীদ, রাজনীতিবিদ হিসেবে দেশকে ক্রমাগত সেবা করে গিয়েছিলেন ভীম রাও আম্বেদকর। দলিতদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন গোটা দেশজুড়ে। ভারতীয় সংবিধানের অন্যতম স্থপতিকার আম্বেদকর নিজের সময় থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। প্রান্তিক শ্রেণীর ক্ষমতায়নের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯০ সালে তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।