BRAKING NEWS

টিআরটিসির এমডিকে স্মারক ওয়ার্কাস ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের কাছে ৭ দফা দাবিতে শুক্রবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ওয়ার্কার্স ইউনিয়ন৷ সংগঠনের এক প্রতিনিধি দল ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন৷
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজ্য সরকারের কর্মচারীদের মত ত্রিপুরা সড়ক পরিবহন নিয়মে কর্মরত কর্মচারীদের১৯৯৫ সাল থেকে পেনশন ব্যবস্থা চালু করতে হবে৷

ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের অনিয়মিত সমস্ত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে৷ত্রিপুরা সড়ক পরিবহন নিয়োগ দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ডেপুটেশন প্রদানকালে তারা আরও অভিযোগ করেছেন গত বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরা সড়ক পরিবহন নীরবে একাংশের দুর্নীতিগ্রস্ত কর্মচারী নিগমের সম্পত্তি নষ্ট করেছে৷
তারা নানা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত রয়েছে৷এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত গ্রামে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷ম্যানেজিং ডিরেক্টর এসব বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে৷অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *