নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): ডিসেম্বর মাসের ৪ তারিখ নৌ দিবস। বছরের পর বছর ভারতের উপকূল রক্ষা করে চলেছে নৌবাহিনী। নৌ দিবসে ভারতীয় নৌ বাহিনীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নৌ দিবসে আমাদের নির্ভীক নৌবাহিনী এবং তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা। নির্ভীকভাবে আমাদের উপকূলকে সুরক্ষা প্রদান করছে নৌবাহিনী এবং প্রয়োজনের সময় মানবিক সহায়তাও করছে। এই দিন আমরা শতাব্দী প্রাচীন ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যকেও স্মরণ করছি।’
৪ ডিসেম্বর নৌ দিবস পালিত হয় ভারতে। এই দিনটিকে নৌ দিবস হিসেবে বেছে নেওয়ার কারণ হল ১৯৭১ সালের ৪ ডিসেম্বরের একটি ঘটনা। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারত–পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল পাকিস্তানের করাচি বন্দরের ওপর। সেই আক্রমণে বীরত্ব আর সাফল্যের পরিচয় দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের স্মৃতিতে এই দিনটি পালিত হয়ে আসছে নৌ দিবস হিসেবে।