নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): নৌ দিবসে ভারতীয় নৌবাহিনীর সমস্ত সদস্য ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি টুইট করে জানিয়েছেন, সামুদ্রিক সীমান্ত রক্ষায় নৌবাহিনীর অঙ্গীকারে দেশ গর্বিত। ৪ ডিসেম্বর দিনটি নৌ দিবস হিসেবে পালিত হয়। এদিন সকালে টুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘নৌ দিবসে, আমাদের নৌবাহিনীর প্রতিটি সদস্য ও তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সামুদ্রিক সীমান্ত রক্ষা, বাণিজ্যিক রুট সুরক্ষিত করা এবং জরুরি সময়ে সহায়তার জন্য নৌবাহিনীর অঙ্গীকারে দেশ গর্বিত। নৌবাহিনী সর্বদা জলে শাসন করুক।’
৪ ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ৪ ডিসেম্বর করছি বন্দরে নৌ-হামলা চালিয়েছিল ভারত। ‘অপারেশন ট্রাইডেন্ট’ নামের অভিযানে ভারতীয় নৌসেনা ‘পিএনএস খাইবার’-সহ চারটি পাকিস্তানি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। নৌসেনার এই সাফল্যকে স্মরণ করতেই প্রতি বছর এই দিনটিতে ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয়।