১০৩২৩ এর তিন সংগঠন মিলেমিশে একাকার, নামছে বৃহত্তর আন্দোলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ আমরা ১০,৩২৩ শিক্ষক সংগঠন, জাস্টিস ফর ১০,৩২৩ টিচার্স এবং এডহক ১০,৩২৩ শিক্ষক সংগঠন যৌথভাবে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ গঠন করেছে৷ তিনটি সংগঠনের মধ্যে ৭ জন করে ২১ জনের কমিটি গঠন করা হয়েছে৷ আগামী ৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য গণবস্থানে বসতে চলেছে৷


কারণ চাকরীচ্যুত শিক্ষকদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী দু’মাসের মধ্যে স্থায়ী সমাধানের ব্যবস্থা করবে৷ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা না করাতে তিনটি সংগঠন এক মঞ্চে এসে অনির্দিষ্টকালের জন্য কোন গণবস্থানে বসবে আগামী ৭ ডিসেম্বর থেকে যাতে সরকার চাপে পড়ে প্রতিশ্রুতি পালন করে৷


অর্থাৎ সসম্মানে চাকরিরচ্যুত শিক্ষকদের চাকরির ব্যবস্থা করে এবং মৃত চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারে একজনকে সরকারি চাকরি ব্যবস্থা করে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডালিয়া দাস৷ এছাড়া উপস্থিত ছিলেন বিমল সাহা, অজয় দেববর্মা সহ অন্যান্যরা৷