নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : দেশের সেরা পুলিশ স্টেশনের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে মণিপুরের থউবাল জেলার নোংপোকসেকমই থানা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের সেরা দশটি পুলিশ স্টেশনের তালিকা ঘোষণা করেছে। তাতে মণিপুর সহ উত্তর-পূর্বাঞ্চলের আরও দুটি রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিম রয়েছে। তৃতীয় স্থানে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার খাড়সং পুলিশ স্টেশন এবং সপ্তম স্থানে সিকিমের পূর্ব জেলার পাক্যং পুলিশ স্টেশন জায়গা করে নিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করোনা-প্রকোপের প্রতিকূলতার মধ্যেই সেরা থানার সন্ধানে সমীক্ষা চালিয়েছিল। তাতে দেশের বিভিন্ন রাজ্যের প্রত্যন্তে অবস্থিত থানার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে ওই তালিকা তৈরি করেছে মন্ত্রক। সেরা থানার তালিকায় উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্য বাদ দিলে দ্বিতীয় স্থানে তামিলনাড়ুর সালেম সিটি জেলার সুরমঙ্গলাম থানা, চতুর্থ স্থানে ছত্তিশগড়ের সুরজপুর জেলার ঝিলমিলি থানা, পঞ্চম স্থানে গোয়ার দক্ষিণ গোয়া জেলার স্যাংগুয়েম থানা, ষষ্ঠ স্থানে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের উত্তর ও মধ্য আন্দামান জেলার কালিঘাট থানা, অষ্টম স্থানে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার কাঁথ থানা, নবম স্থানে দাদরা ও নগর হাভেলি জেলার খানভেল থানা এবং দশম স্থানে তেলেঙ্গানার করিমনগর জেলার জাম্মিকুন্তা টাউন থানা স্থান করে নিয়েছে।
দেশের সেরা পুলিশ স্টেশনের তালিকায় স্থান করে নেওয়ার জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু পুলিশ বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন।