নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.): রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত বৈঠক থেকে বেরিয়ে এসে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেন কৃষক সংগঠনের নেতারা।
মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কৃষক সংগঠনের নেতারা। বৈঠক শেষে বেরিয়ে এসে সংগঠনের নেতাদের তরফ থেকে জানানো হয় যে বৈঠক অমীমাংসিত। আগামী দিনে আন্দোলন জারি থাকবে। এদিনের বৈঠক ভালো হলেও সবকিছু নির্ভর করে রয়েছে ৩ ডিসেম্বরের বৈঠকের উপর। ওই দিনের বৈঠকে ফের কেন্দ্রীয় সরকারকে কৃষক সংগঠনের নেতারা বোঝানোর চেষ্টা করবেন যে কেন্দ্রের নতুন তিনটি কৃষি বিল কৃষকদের স্বার্থ বিরোধী। এই দিনের বৈঠকে উপস্থিত এক কৃষক নেতা চন্দ সিং জানিয়েছেন, হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বুলেট নয়, গোটা বিশ্বের শান্তিপূর্ণ সমাধান কৃষকরা নেবে। কিন্তু আন্দোলন জারি থাকবে। সরকার আলোচনা চায়। সমাধান নয়।
অন্যদিকে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বৈঠক শেষে বেরিয়ে এসে জানিয়েছেন যে আলোচনা ভাল হয়েছে।