এডহক পে শিক্ষকদের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ পূর্ব সিদ্ধান্ত মোতাবেক রবিবার অল ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়৷ আগরতলা টাউন হলে এই কনভেনশন অনুষ্ঠিত হয়৷ রাজ্যের বিভিন্ন জেলা থেকে অল ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সদস্য সদস্যারা প্রতিনিধি হিসাবে এই কনভেনশনে অংশগ্রহণ করেন৷


উপস্থিত ছিলেন অল ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি বিমল সাহা সহ অন্যান্যরা৷ কনভেনশন শুরুর আগে প্রয়াত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়৷


পরে শুরু হয় কনভেনশনের কাজ৷ সংগঠনের রাজ্য সভাপতি বিমল সাহা জানান মুখ্যমন্ত্রী তাদেরকে দুই মাসের সময় দিয়েছিলেন৷ কিন্তু দুই মাস সময়সীমা শেষ হতে যাচ্ছে৷ তাই আগামিদিনের কর্মসূচির জন্য সংগঠনকে ৮ টি জেলায় সাজিয়ে তোলা হয়েছে৷ তিনি আরও জানান ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা নিদর্োষ ছিল৷ শিক্ষা দপ্তরের ভুলের জন্য তাদের চাকুরি চলে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *