নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় দুই প্রতারক কবিরাজকে আটক করে উত্তম মধ্যম দিয়েছে স্থানীয় লোকজন৷ উত্তম মধ্যম দিয়ে তাদেরকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ তাদের বিরুদ্ধে প্রতারনার মামলা গ্রহণ করেছে৷
আটক দুই প্রতারকের নাম সুমন মিয়া ও রাকেশ মিয়া৷ স্থানীয় সূত্রে জানা যায়, ঐ দুই ব্যক্তি নিজেদেরকে কবিরাজ বলে পরিচয় দিলে নানা রোগের উপসম করার আশ্বাস দিয়ে এলাকার মানুষ জনদের কাছ থেকে বহু টাকা হাতিয়ে নিয়েছে৷ শুধু তাই নয়, বিভিন্ন পরিবারের মধ্যে বিবাদ মিমাংসা করা কিংবা প্রেম ঘটিত বিষয়ে আরও সম্পর্ক ঘনিষ্ঠ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করে নিয়েছে৷ কিন্তু যারা টাকা পয়সা দিয়েছেন তারা কোনো উপকার পাননি বলে অভিযোগ৷ সেই কারণেই দুই প্রতারক শনিবার পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় আসলে স্থানীয় লোকজনরা তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷