গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ নভেম্বর৷৷ বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখের নতুন মতাইয়ের রাজনগর এলাকার বাসীন্দা চন্দন বৈদ্যের দশ বছরের পুত্র বাড়ির পাশেই জলপাই গাছে উঠে জলপাই পাড়ার জন্য৷ জলপাই পাড়তে গিয়ে জলপাই গাছ থেকে পড়ে যায়৷


চন্দন বৈদ্যের স্ত্রী জয়কে ঘরে না দেখে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে জলপাই গাছের নিচে পরে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করার পর এলাকার লোকজন ছুটে আসে৷ এলাকাবাসীর সহায়তায় মতাই হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাবলক জয়কে মৃত বলে ঘোষনা দেয়৷ এরপর ময়নাতদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় নাবালক জয় বৈদ্যের মৃতদেহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *