নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়া ভগিরথ পাড়ায় পথদুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায় একটি দ্রুতগামী গাড়ি যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে গাড়ির ৫ জন যাত্রী গুরুতর ভাবে আহত হন৷
ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷ খবর পেয়ে দমকল বাহিনী এবং পুলিশ দল ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷আহতদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ চালকের অসাবধানতার কারণেই পথ দুর্ঘটনা ঘটেছে৷ গন্ডাছড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন পথদুর্ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে৷