BRAKING NEWS

কর্তব্য পালন করলে অধিকার স্বয়ংক্রিয়ভাবেই সুরক্ষিত হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): আমরা যদি কর্তব্য পালন করি, তাহলে অধিকার স্বয়ংক্রিয়ভাবেই সুরক্ষিত হবে। বৃহস্পতিবার ৮০ তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্যই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজিকে উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কর্তব্যের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন গান্ধীজি। অধিকার এবং কর্তব্যের মধ্যে নিবিড় যোগাযোগ দেখেছিলেন তিনি। এদিন ভিডিও কনফারেন্সিং মারফত ৮০ তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধানের অনেক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হল কর্তব্য। কর্তব্যের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন গান্ধীজি। অধিকার এবং কর্তব্যের মধ্যে নিবিড় যোগাযোগ দেখেছিলেন তিনি। গান্ধীজি বুঝতে পেরেছিলেন, আমরা যদি নিজেদের কর্তব্য পালন করি, তাহলে অধিকার স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত হবে।’


১২ বছর আগে এই দিনই বাণিজ্যনগরী মুম্বইয়ে ভয়াবহ হামলা চালিয়েছিল পাকিস্তানী জঙ্গিরা। ২৬/১১ হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘২০০৮ সালে এই দিনই, পাকিস্তানের সন্ত্রাসীরা মুম্বইয়ে হামলা চালিয়েছিল। বিদেশী নাগরিক, পুলিশ কর্মী-সহ অনেকেরই মৃত্যু হয়েছিল। তাঁদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। সেই জখম ভারত কখনই ভুলতে পারবে না। এখন নতুন নীতি নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে ভারত। সন্ত্রাসবাদের লড়াই চালিয়ে যাওয়া আমাদের জওয়ানদের প্রণাম।’ এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘এক দেশ, এক নির্বাচন শুধুমাত্র বিতর্কের বিষয় নয়, ভারতের প্রয়োজনও। মাসে মাসে বিভিন্ন স্থানে নির্বাচন হয়, এর ফলে উন্নয়নমূলক কাজে কী প্রভাব পড়ে তা সকলের জানা। এই ইস্যু নিয়ে স্টাডি করা প্রয়োজন এবং প্রিসাইডিং অফিসাররা দিকনির্দেশনা শক্তি হতে পারেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *