চেন্নাই, ২৬ নভেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ‘নিভার’ প্রভাবে তামিলনাড়ুতে প্রাণ হারিয়েছেন ৩ জন। এছাড়াও আহত হয়েছেন ৩ জন। ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০১টি কুঁড়েঘর। বৃহস্পতিবার তামিলনাড়ুর অতিরিক্ত মুখ্য সচিব অতুল্য মিশ্র জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড়ে তামিলনাড়ুতে ৩ জনের মৃত্যু হয়েছে, ৩ জন আহত হয়েছেন। রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০১টি কুঁড়েঘর এবং ৩৮০টি গাছ উপড়ে পড়েছে। দ্রুততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।’ তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ২.২৭ লক্ষ মানুষ।
বুধবার মধ্যরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘নিভার’। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২,২৭,৩১৭ জনকে ৩,০৮৫টি ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৯৪,১০৫ জন মহিলা এবং ৪০,১৮২ জন শিশু। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪ একর কলাবাগান। ১০১টি টালির বাড়ি ও কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৬টি গবাদি পশুর। উপড়ে পড়েছে দুই ডজন বিদ্যুতের খুঁটি।