BRAKING NEWS

বিহারের স্পিকার নির্বাচিত বিজয় সিনহা, বিধানসভায় হাঙ্গামা আরজেডি-র

পাটনা, ২৫ নভেম্বর (হি.স.): সংখ্যাগরিষ্ঠ ভোটে বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহা। এনডিএ প্রার্থী বিজয় কুমার সিনহা ১২৬টি ভোট পেয়েছেন, মহাজোটের প্রার্থী অবধ বিহারী চৌধুরী পেয়েছেন ১১৪টি ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠতায় বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহা। বুধবার সকালে শুরু হয় পাঁচ-দিন ব্যাপী বিহার বিধানসভার অধিবেশন। এদিন অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই, বিধান পরিষদের সদস্যদের উপস্থিতি কারণ দেখিয়ে স্পিকার পদের নির্বাচনে ধ্বনি ভোটের বিরোধিতা করে হাঙ্গামা শুরু করেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর বিধায়করা। আরজেডি বিধায়ক তেজস্বী যাদব বলেন, ‘স্পিকার পদের নির্বাচনের সময় নিয়ম অবশ্যই মানতে হবে।’

প্রোটেম স্পিকার জিতেনরাম মাঁঝিকে রুল বুক দেখান আরজেডি বিধায়করা। মাঁঝি তখন বলেন, ‘যাঁরা অন্য কক্ষের সদস্য তাঁরা স্পিকার পদের জন্য ভোট দিচ্ছেন না। তাই তাঁদের উপস্থিতিতে কোনও সমস্যা নেই।’ মাঁঝি আরও বলেন, ‘লালু প্রসাদজি যখন লোকসভার সদস্য ছিলেন এবং রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী…আমরা তখন লালুজিকেও উপস্থিত থাকতে দেখেছি। গোপনে কোনও ভোটিং হবে না।’ প্রসঙ্গত, বিধানসভায় উপস্থিত ছিলেন বিধান পরিষদের সদস্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং মন্ত্রী অশোক চৌধুরী। তাঁদের উপস্থিতিতেই আপত্তি ছিল আরজেডি-র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *