BRAKING NEWS

অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করছে টিআরএস : স্মৃতি ইরানি

হায়দরাবাদ, ২৫ নভেম্বর (হি. স.): অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রাজ্যের ভোটার তালিকায় সংযুক্তিকরণ-এর জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে টিআরএস এবং এআইএমআইএম বলে বুধবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কেন্দ্রীয় বস্ত্র, নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। 

সামনে হায়দরাবাদে পৌরসভা নির্বাচন, তার আগে এদিন রাজ্যে এসে স্মৃতি ইরানি জানিয়েছেন, ভারতীয় সেনা জওয়ানরা সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য ক্রমাগত লড়াই করে চলেছে। কিন্তু হায়দরাবাদের মতো ঐতিহাসিক শহরে টি আর এস ও এআইএমআইএম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রাজ্যের ভোটার তালিকায় সংযুক্তিকরণ-এর জন্য ক্রমাগত কাজ করে চলেছে। জনগণের সামনে এর জবাবদিহি তাদের করতে হবে। এই মহান দেশের অধিবাসী যারা তাদের কল্যাণের জন্য করদাতাদের অর্থ সঠিক ভাবে যাতে খরচ হয় সেইজন্য অঙ্গীকারবদ্ধ বিজেপি। প্রতিটি নাগরিক, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক পরিষেবার অধিকারকে নিশ্চিত করতে হবে।

লাভ জিহাদ প্রসঙ্গে সতর্ক মন্তব্য করেন স্মৃতি ইরানি। তার কথায়, কোনও মেয়ে সম্পর্কের মাধ্যমে প্রতারিত  ও তার ওপর অত্যাচার হলে সেটা নিরাময় করার দায়িত্ব রাজ্য প্রশাসনের। গোটা বিষয়টি ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *