BRAKING NEWS

বাজারগুলিতে ঘন ঘন অগ্ণিকান্ড সন্দেহ প্রকাশ বিজেপি নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর মঠ চৌমুহনী বাজারের বেশকিছু দোকান৷ সোমবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান গুলি পরিদর্শনে যান বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অলক ভট্টাচার্য৷ তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলি ঘুরে দেখার পর কথা বলেন ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে৷ পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান সম্প্রতি রাজধানীতে পর পর কয়েকটি অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ পর পর এই অগ্ণিকাণ্ডের ঘটনা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন৷ পাশাপাশি তিনি প্রশাসনের নিকট দাবি জানান এই অগ্ণিকাণ্ডের ঘটনার সঠিক তদন্তের৷ একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষতিপূরণের দাবি জানান৷


রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ড রাজধানীর মঠ চৌমুহনী বাজারে৷ অগ্ণিকাণ্ডের ফলে পুরে ছাই হয়ে যায় বাজারের একাংশ৷ ঘটনার বিবরণে জানা যায় গভীর রাতে মঠচৌমুহনী বাজারের সামনের অংশে অগ্ণিসংযোগ ঘটে৷ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বেশ কয়েকটি দোকান৷ বাজারের ব্যবসায়ীরা ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়৷ দ্রুত মহারাজগঞ্জ বাজার থেকে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা৷

পরবর্তী সময় আগরতলা শহর ও শহরতলির ফায়ার ষ্টেশন গুলি থেকে এক এক করে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর ৯ টি ইঞ্জিন৷ দমকল বাহিনীর ৯ টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ ততক্ষণে আগুনে পুরে ছাই হয়ে যায় বাজারের ১০ থেকে ১৫ টি দোকান৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে জানা যায় নি৷ দমকল বাহিনীর কর্মীদের অভিমত বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে৷ তবে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর অভিমত মিষ্টির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *